Advertise with Anonymous Ads
১)অপরের কাছে তাওবা পড়া
২)বাতেনী এলেম বা তাওয়াজ্জুহ মানা।
৩)অন্ধভাবে মাজহাব মানা বা অন্ধ তাকলিদ করা যেটা অনেক সময় ব্যক্তিপূজায় পরিণত হয় ও শিরকে পরিণত হয়।
৪)ওরস পালন করা।কবর পাকা, কবর সাজানো, লাইটিং করা।
৫)এমন দু’য়া বা দুরুদ পড়া যা হাদিসে নাই যেমনঃ দুরুদে হাজারী, দুরুদে লক্ষী, দুরুদে তাজ, ওজীফা, দুরুদে জালালী
৬) ওয়াজ/মাহফিলে মিথ্যা বানোয়াট হাসির গল্প বলে মানুষকে হাসানো
৭)“আস্তাগ ফিরুল্লাহ [রব্বি মিন কুল্লি জাম্বি ৷ ওয়া ] আতুবুইলাইক লাহাওলা ওয়ালা কুয়াত্তা ইল্লা ‘আলিইল ‘আজিম”(এখানে রব্বি মিন কুল্লি জাম্বি অংশটুকু বিদআ’ত )
৮) ৭০হাজারবার কালিমা খতম করা
৯) ইসলামের নামে দলাদলি করা
১০) ইসলামি খলিফা/আমীর ব্যতীত অন্য দলের আমীরের হাতে বায়াত করা
১১) দ্বীন প্রতিষ্ঠায় প্রচলিত রাজনীতি করা
১২)দ্বীনের হেফাজতের নামে হরতাল অবরোধ মারামারি করা অনেক ক্ষেত্রে হারামও।
১৩)বিদায় কালে ফি আমানিল্লাহ বলা।
১৪)জানাজা দেয়ার সময় কালিমা শাহাদাত পাঠ করা।
১৫)মৃত ব্যাক্তির কাজা নামাজের কাফফারা দেয়া বা আদায় করা।
১৬) কুর’আনকে সবসময় চুমু খাওয়া।
১৭) কুর’আন নীচে পড়ে গেলে লবণ কাফফারা দেয়া,সালাম করা, কপালে লাগানো ইত্যাদি।
১৮)দুই হাতে মোসাফা করা, মোসাফা শেষে বুকে লাগানো বিদাত।
১৯)কারোর গায়ে পা লাগলে গাঁ ছুঁয়ে সালাম করা।
২০)ইছালেহ সোয়াব নামে ওয়াজ ও দোয়া করা।